জয়পুরহাটে অর্ধদিবস হরতালের সমাবেশে পুলিশের বাধা: সিপিবি নেতা আটক

পিবিএ,জয়পুরহাট: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপি ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে সকালে জয়পুরহাট শহরের পৌর মার্কেটের সামনে সমাবেশ চলাকালে বক্তারা বলেন গ্যাসের মূল্য প্রায় ৩৩ শতাংশ বাড়ানো সরকারের হটকারি অযৌক্তিক সিদ্ধান্ত । সরকারের এ ভুল নীতির কারনে জনগণের দূর্ভোগ বেড়ে যাবে, তাই জ্বালানি বিষয়ে জনগণের উপর সরকারের অযৌক্তিক অন্যায় কোন কিছু চাপিয়ে না দিতে এবং জনগণের স্বার্থ বিরোধী এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

আকস্মিক সমাবেশে পুলিশ তাতে বাধা দিয়ে হরতালের ব্যানার ও দলীয় পতাকা কেড়ে নেয় এবং সমাবেশ স্থল থেকে জেলা বাম গনতান্ত্রিক জোটের নেতা ও আক্কেলপুর উপজেলা সিপিবির সভাপতি হাসান সর্দার কে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে গেছে ।

এ ঘটনায় হরতালের সমর্থনে বাম গনতান্ত্রিক জোটের ওই সমাবেশ পন্ড হয়ে যায়। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ দিকে সকাল থেকে জয়পুরহাটে ট্রেন,আন্ত:জেলা রুটের বাস-ট্রাক ও অন্যান্য যানবাহন যথারীতি চলছে।তবে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। জয়পুরহাট জেলা বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়ক ও জেলা সিপিবির সাধারন সম্পাদক এমএ রশিদ জানান, এখন পর্যন্ত আটক আক্কেলপুর উপজেলা সিপিবির সভাপতি হাসান কে ছেড়ে দেয় নি পুলিশ।

পিবিএ/জেএ/বিএইচ

আরও পড়ুন...