খুলনায় বাম জোটের শান্তিপূর্ন হরতাল পালিত

 

পিবিএ, খুলনা: খুলনায় গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গনতান্ত্রিক জোটের ডাকে অর্ধ দিবস হরতাল শান্তিপূর্নভাবে পালিত হচ্ছে। রবিবার সকালে নগরীতে হরতাল সমর্থকরা মিছিল ও সমাবেশ করেছে। সকাল আটটার দিকে নগরীর পিকচার প্যালেস মোড়ে বাম গনতান্দ্রিক জোটের উদ্যোগ হরতালের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিপিবির সভাপতি ডা: মনোজ দাস, সাধারন সম্পাদক এ্যাড. বাবুল হাওলাদার, এইচএম শাহাদাত হোসেন, জনার্দ্ধন দত্ত নান্টুসহ বাম জোটের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।পরে হরতালের সমর্থনে মিছিল বের হয়ে শহীদ হাদিস পার্কের মোড়ে গিয়ে শেষ হয়।

পুলিশী বাধায় মিছিলকারীরা বেশীদুর আগাতে পারেনি।এ সময় বাম জোটের নেতৃবৃন্দ বলেন, সরকার জনগনের কথা চিন্তা না করে কিছু সংখ্যক ব্যবসায়ী ও আমলাদের অর্থলোপাটের সুবিধা দিতে দেশের কোটি কোটি মানুষের উপর গ্যাসের অতিরিক্ত মূল্য চাপিয়ে দিয়েছে। দ্রুত এ বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেয় নেতৃবৃন্দ। এদিকে, বাম জোটের হরতালের কারনে খুলনা মহানগরীসহ কোথায় তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বাস, ট্রেন ও রিক্সাসহ সবধরনের যানবাহন চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল। এছাড়া হরতালে আইন-শৃঙ্খলা রক্ষায় নগরীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সুনীল দাস, /পিবিএ/বাখ

আরও পড়ুন...