পিবিএ,সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ৩ কেজী গাঁজা সহ লিটন মিয়া(২০) নামের এক মাদক ব্যাবসায়ী যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর লিটন মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লালাঘাট গ্রামের আব্দুল মন্নাফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে লালঘাট গ্রামের নুরুল ইসলামের বাড়ীর সামনের পাকা রাস্তা থেকে ৩ কেজী গাঁজা সহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা লালঘাট গ্রামের আহাম্মদ আলীর ছেলে মাসুদ মিয়া নামের একজন দৌড়ে পালিয়ে যায় বলে পুলিশ গণমাধ্যমকে জানায়।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ী লিটন মিয়া সহ মাসুদ মিয়াকে পলাতক আসামী দেখিয়ে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন দমন আইনে একটি মাদক মামলা করেছেন ট্যাকেরঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এ এস আই আবু মোছা।
পিবিএ/কেএইচ/বিএইচ