পিবিএ,ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় হাই স্কুল সংলগ্ন মোড়ে ছুরিকাঘাতে শাওন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আরো ২ কিশোর আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
শনিবার রাত ১১ টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল ভোর ৬টার দিকে মারা যায় শাওন।
এই ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি ২ জন হলো আহাদুল ইসলাম দুলু (১৬) ও মো শাওন-২ (১৯)।
আহত আহাদুল ইসলাম দুলুর বাবার নাম মোখলেস শেখ। থাকে গেন্ডারিয়া পুকুরপাড় সমাজকল্যাণ গলিতে। কাঠবাগিচা এলাকায় কাঠের নকশা মিস্ত্রী কাজ করে সে। তার পিঠের ডান পাশে ছুরিকাঘাত রয়েছে।
আহত দুলু জানায়, রাতে সে কাজে থেকে হাই স্কুলের পাশ দিয়ে বাসায় ফিরছিলো। তখন ওইখানে কিছু ছেলেরা মারামারি করছিলো। তখন পিছন থেকে কেউ একজন তার পিঠে ছুরিকাঘাত করে। তবে সে তাদেরকে চিনিনা বলে দাবি করে নিজেই।
আর শাওন-২ এর বাবার নাম সুজন মিয়া। থাকে গেন্ডারিয়া ডিআইডি প্লট, ৩ নম্বর গলির সেলিমের বাড়িতে।
শনিরআকড়া নাটবল্টু কারখানায় কর্মচারী সে। পিঠের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে তার।
আহত শাওন-২ এর মা মাসুমা আক্তার জানান, গতকাল রাত ১০ টার দিকে সে সাইকেল কেনার জন্য বাবার কাছ থেকে ৫২শ টাকা নিয়ে বাসা থেকে বের হয়। এরপর ফোনের মাধ্যমে শুনতে পারি কেউ তাকে ছুরিকাঘাত করেছে। পরে ঢাকা মেডিকেলে এসে তাকে দেখতে পাই।
গেন্ডারিয়া থানার ওসি (তদন্ত) শেখ আমিরুল ইসলাম জানান, রাত ১১ টার দিকে গেন্ডারিয়া হাইস্কুল সংলগ্ন মোড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ১ জন চিকিৎসাধীন বক্ষব্যাধি হাসপাতালে মারা যায় আর ২জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তিনি জানান, নিহত কিশোরের নাম শাওন। তার বাবার নাম হারুন অর রশিদ। থাকতো শ্যামপুরে। পেশায় বেকার ছিলো সে।
পিবিএ/হায়দার/হক