প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে দক্ষ রেসলার হয়ে উঠেছেন ভারতীয় বংশদ্ভূত মার্কিন নাগরিক কবিতা দেবী। ২০১৬ সালে তিনি পেশাদার রেসলিং জগতে পা রাখেন। ২০১৭ সালে তিনি যোগ দেন ডব্লিউডব্লিউই-তে। এনএক্সটিতে অভিষেক ঘটে তার। শুরু থেকেই তিনি আলোচিত তার পোষাক নিয়ে। তিনি সালোয়ার কামিজ পরে কোমরে ওড়না বেঁধে রেসলিং খেলেন। এর কারণ খোলাসা করেছেন তিনি নিজেই। এ প্রসঙ্গে কবিতা বলেন, ‘সিদ্ধান্তটা আমার ব্যক্তিগত। শর্টস পরে আমেরিকান রেসলাররা তাদের সংস্কৃতি সম্পর্কে জানান দেয়। আমিও চেয়েছি আমার ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে। এক্ষেত্রে কর্তৃপক্ষের কোন ধরাবাধা নিয়মও নেই। পাশাপাশি ভারতের নারীদের প্রতি এই মেসেজও দিতে চেয়েছি যে, কেউ চাইলে এই খেলায় নাম লেখাতে পারেন। তাই সালোয়ার কামিজ পরেই রিংয়ে ঢোকা।’
২০১৭ সালে তিনি মেই ইয়ং কমিপিটিশনে অংশ নিয়ে বিজয়ী হন। তিনি বলেন, ‘যখন বিজয়ী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছিল তখন আমার খুব গর্ববোধ হয়েছিল। আমার ওই বিজয় শুধু আমার নয়, সমগ্র ভারতবাসীর বিজয়।’