খোরশেদ আলম শিমুল,হাটহাজারী: দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে ১০ কেজি ওজনের একটি মৃত কাতলা মা মাছ উদ্ধার করেছে। রোববার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা সৈয়দ আহমদ হাটের পূর্ব পাশে ফুলজানা বাপের ঘাট এলাকা থেকে মা মাছটি উদ্ধার করা হয়। তবে মাছটি পঁচে যাওয়ার কারণে বিকাল ৩টার দিকে মাটিচাপা দেওয়া হয়।
মৃত মাছটির খবর পেয়ে হাটহাজারী উপজেলা মৎস্য ফিল্ড অফিসার মনিরুল ইসলাম মঞ্জু পিবিএকে বলেন, দুপুর ১২টার দিকে মৃতঅবস্থায় মাছটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়। মাছটি পঁচন ধরার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণাগারে পাঠানো হয়নি। উদ্ধার করা ‘মা’ মাছটির ১০কেজি ওজন হবে এবং মাছটিতে আঘাতের চিহ্ন দেখা গেছে। অনুমান করা হচ্ছে হয়ত শুশুক মাছের তাড়া খেয়ে কোনো কিছুর আঘাতে মাছটির মৃত্যু হয়েছে। মাছটির পেটে ডিম রয়েছে ।
উল্লেখ্য, গত ৯ ও ২৭ এপ্রিল হালদা নদী থেকে ৩৩ ইঞ্চি লম্বা একটি মরা মৃগেল ও ১১ কেজি ওজনের একটি মরা রুই মা মাছ উদ্ধার করা হয়েছিল।
পিবিএ/হক