জনগনকে বাদ দিয়ে উন্নয়ন কর্মকান্ড চলতে পারেনা

পিবিএ,খাগড়াছড়ি: জনগনই সরকারের মুল শক্তি উল্লেখ করে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, জনগনকে বাদ দিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড চলতে পারেনা। কারণ জনগনের জন্যই উন্নয়ন।

এ সময় তিনি আরো বলেন, সরকারী সেবাসহ উন্নয়ন কাজ জনগনের দোরগোড়ায় পৌছে দিতে হবে। রোববার দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্স ভবন ও অডিটোরিয়াম উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা ইউএনও বিভীষণ কান্তি দাশ’র সভাপতিত্বে সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো.শামছুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) অমিত চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সামছুদ্দিন ভুইয়া প্রমূখ।

প্রসঙ্গত, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নান্দনিক ভবন ও উপজেলা পরিষদ অডিটোরিয়াম নির্মান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

পিবিএ/মামুন/হক

আরও পড়ুন...