পিবিএ, গোপালগঞ্জ: নাম রঞ্জিত দাস বাউল ।তার বাউল সংগীত দিয়ে মন জয় করে ছিলেন কোটি ভক্তদের সংগীতের আকাশে এই উজ্জল নক্ষত্র আজ ভোর ৬ টায় ভক্তদের কাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে । প্রখ্যাত এই বাউল স¤্রাট ১৯৫৩ সালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পশ্চিম হাজরা বাড়ি গ্রামে জন্মগ্রহন করেন ।
ছোটো বেলা থেকে গানের প্রতি ছিলো অন্যরকম ভালো লাগা । প্রাথমিক স্কুল জীবন থেকে গানের চর্চা শুরু করেন রঞ্জিত দাস । এলাকার বিভিন্ন অনুষ্ঠানে তিনি বাউল গান পরিবেশনা করে শ্রোতাদের মুগ্ধ করতেন। ১৯৮৫ সালে তিনি সর্বপ্রথম বাংলাদেশ বেতারের খুলনা কেদ্রের গান পরিবেশনা করেন । অতি দ্রুত তার সুরের সুখ্যাতি দেশের সর্বত্রই ছড়িয়ে পড়লে ১৯৯১ সালে বাংলাদেশ টেলিভিশনে গান পরিবেশনার সুযোগ পান।
এর পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি । বাউল সংগীতের সুরের যাদুতে মাতিয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কোটি কোটি দর্শককে। এই সাফল্য সরুফ ২০১৩ সালের ১৫ মার্চ বাংলাদেশ টেলিভিশন থেকে প্রথম শ্রেণীর শিল্পী হিসাবে স্বীকৃতি পান। এছাড়া বিভিন্ন সংগীত একাডেমি থেকে অসংখ্য পুরস্কার লাভ করেন ।অবশেষে সংগীত ভূবনের এই সুরে পাখি জীবন যুদ্ধে পরাজিত হয়ে ৬৬ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন । মৃত্যুকালে দুই স্ত্রী ও দুই ছেলে মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।
পিবিএ/এসবি/বিএইচ