পিবিএ, সিলেট: সিলেটের গোয়াইনঘাটে সিমেন্ট বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়লো বেইলি ব্রিজ, আর ট্রাকটি গিয়ে পড়লো খালে।
রোববার (৭ জুলাই) বিকেলে উপজেলার বার্কিপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোয়াইনঘাট উপজেলা সদরের প্রায় তিন কিলোমিটার আগে সিমেন্ট বোঝাই একটি ট্রাক সারি-গোয়াইনঘাট সড়কের বার্কিপুরে বার্কি খালের উপর নির্মিত বেইলি ব্রিজ পার হতে গেলে ব্রিজটি ভেঙে যায় এবং ট্রাকটি ব্রিজ থেকে খালে ছিটকে পড়ে।
ট্রাকটি ৩শ বস্তা সিমেন্ট নিয়ে গোয়াইনঘাট উপজেলা সদরে যাচ্ছিল।
বেইলি ব্রিজ ভেঙে পড়ায় গোয়াইনঘাট উপজেলা সদরে সঙ্গে ওই এলাকার যোগযোগ বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, বার্কিপুরে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার খবর পেয়েছেন। তাৎক্ষণিক ঘটনাটি সিলেট সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষকে জানিয়েছেন।
পিবিএ/এএইচ