বাগেরহাটে ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন

পিবিএ, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কিশোরীকে (১৫) গণধর্ষণ ও ছবি ধারণ করে ইন্টারনেটে প্রচার মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদ- এবং পর্নোগ্রাফি আইনে আসামিদের সাত বছরের কারাদ- ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


রবিবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম এ রায় দেন।
দ-প্রাপ্তরা হলেন- জেলার মোল্লাহাট উপজেলার বড়গাওলা গ্রামের মোহসীন মোল্লার ছেলে আব্দুর রহীম মোল্লা (২৩) ও একই গ্রামের মৃত আবুবক্কর শিকদারের ছেলে জাহিদুল শিকদার (২২)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ জুন বিকেলে বড়গাওলা গ্রামের এক কিশোরীকে ঘরে ঢুকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন রহীম ও জাহিদুল। তিন মাস পর ৬ সেপ্টেম্বর নির্যাতিত ওই কিশোরী বাদী হয়ে মোল্লাহাট থানায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ওই দুই আসামিকে আটক করে কারাগারে পাঠায়। তদন্ত শেষে একই বছরের ২৭ নভেম্বর তৎকালীন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ খায়রুল আনাম আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরে মামলার নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের উপস্থিতে বিচারক এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ছিদ্দিকুর রহমান এবং আসামিপক্ষে শহিদুল ইসলাম বিপ্লব।

পিবিএ/সোহাগ/হক

আরও পড়ুন...