পিবিএ, ঢাকা: আশাভঙ্গের বেদনা নিয়ে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ইংল্যান্ডের মাটিতে পা রেখেছিল মাশরাফির দল। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি।
রোববার (৭ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্য।
ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে রোববার দেশে ফিরেছে মাশরাফি বিন মুর্তজার দল। বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৮ মিনিটে টাইগারদের বহনকারী বিমানটি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
তবে দলের সঙ্গে আসেননি সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও লিটন কুমার দাস। ব্যাটে-বলে অবিশ্বাস্য ছন্দ দেখানো সাকিব এবার ছুটি কাটাতে যাচ্ছেন সুইজারল্যান্ডে। মিরাজ, সাব্বির ও লিটন নিজেদের মতো করে ঘুরে বেড়াবেন।
এর আগে শনিবার সন্ধ্যায় লন্ডনের রয়্যাল লঙ্কেশটার হোটেল থেকে বিমান বন্দরে রওয়ানা হন ক্রিকেটাররা। লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে ইমিরেটস এয়ারলাইন্সে উড়াল দেন দেশের উদ্দেশ্যে।
টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি বলতে গেলে সাকিবের অবিশ্বাস্য ধারাবাহিকতা। শচীন টেন্ডুলকার ও ম্যাথু হেইডেনের পর বিশ্বকাপে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক আসরে ছয়শো রানের কোটা পার করেন তিনি। এছাড়া বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক আসরে ৬০০ রান ও ১০ উইকেট নেন তিনি।
বিশ্বকাপে বাংলাদেশের নয় ম্যাচের একটি ভেসে যায় বৃষ্টিতে। বাকি আট ম্যাচের মধ্যে দল হারাতে পেরেছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে। অন্য ম্যাচ পাঁচেই হারতে হয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে জেতার পরিস্থিতি থেকেও পথ হারিয়ে ম্যাচ খুইয়ে বসে বাংলাদেশ। ব্যর্থতার পাল্লাটা আরও ভারী করে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বিশাল হার।
আশাভঙ্গের বেদনা নিয়ে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ইংল্যান্ডের মাটিতে পা রেখেছিল মাশরাফির দল। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি।
রোববার (৭ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্য।
দলের সব ক্রিকেটার অবশ্য একসঙ্গে ফিরে আসেননি ঢাকায়। সাকিব থেকে যাচ্ছেন লন্ডনে। স্ত্রী-সন্তানকে নিয়ে ইউরোপে ঘুরে বেড়াবেন বিশ্বকাপে বাংলাদেশের সেরা খেলোয়াড়।
মেহেদী হাসান মিরাজও আসেননি। বিশ্বকাপের মাঝপথে তার স্ত্রী গিয়েছিলেন ইংল্যান্ডে। স্ত্রীকে নিয়ে বেড়িয়ে কয়েকদিন পর দেশে ফিরবেন মিরাজ। সাব্বির রহমান আর লিটন দাসও থেকে যাচ্ছেন ইংল্যান্ডে। এই চার ক্রিকেটার ছাড়া বাকিরা ফিরেছেন দেশে।
আয়ারল্যান্ড সফর শেষে কয়েক দিনের জন্য দেশে ফিরেছিলেন মাশরাফি। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইংল্যান্ডে যান তিনি। বিশ্বকাপের পুরোটা পরিবার নিয়ে ইংল্যান্ডে কাটিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। শুক্রবার সকালে স্ত্রী-সন্তানরা দেশে ফিরলেও মাশরাফি ফিরেছেন দলের সঙ্গে।
এবারের বিশ্বকাপে ৯ ম্যাচের ৮টিতে মাঠে নেমে তিনটি জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। তাই সংগ্রহ ৭ পয়েন্ট। ১০ দলের টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান অষ্টম।
পিবিএ/এএইচ