পিবিএ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে ফাহিম (৮) নামের এক মাদ্রাসার ছাত্র মৃত্যু হয়েছে । রোববার বিকালে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামে কুমার নদীতে এঘটনা ঘটে।
নিহত ফাহিম মিনা চরপ্রসন্নদী মদিনাতুল উলুম মাদ্রাসার হেফজো খানার ছাত্র ও পার্শ্ববর্তী রাজৈর উপজেলার তাতীকান্দা গ্রামের নজরুল মিনার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী মদিনাতুল উলুম মাদ্রাসার হেফজো খানার ছাত্র ফাহিম দুপুরে ক্লাস শেষে বাড়ি না ফিরে মাদ্রাসার পাশে কুমার নদীতে গোসল করতে যায়। পরে অনেক খোজাখুজির পর বিকালে স্থানীয়রা ফাহিম মিনাকে কুমার নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
পিবিএ/কবির/হক