কন্যা মরিয়মের দাবি নওয়াজ শরিফ ষড়যন্ত্রের শিকার

পিবিএ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তার কন্যা মরিয়ম নওয়াজ। কারাগারে আটক নওয়াজকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

মরিয়মের দাবি, বিচার প্রক্রিয়ার সঙ্গে আপস করা হয়েছে। চাপের মুখে পড়ে শাস্তি দেওয়া হয়েছে তাঁর বাবাকে। প্রমাণস্বরূপ শনিবার একটি ভিডিও প্রকাশ করেন মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেত্রী মরিয়ম। তাতে পিএমএল-এন নেতা নাসির বাটের সঙ্গে কথা বলতে দেখা যায় ইসলামাবাদ জবাবদিহিতা আদালতের বিচারপতি আরশাদ মালিককে।

দু’জনের মধ্যে কথাবার্তা চলাকালীন আরশাদ জানান, বাইরে থেকে চাপ আসছিল। ব্ল্যাকমেইল করা হচ্ছিল তাঁকে, যাতে কোনোভাবেই রেহাই না পান নওয়াজ শরিফ। শেষ পর্যন্ত চাপের মুখে নতিস্বীকার করেন তিনি। দুর্নীতির সপক্ষে উপযুক্ত প্রমাণ না থাকা সত্ত্বেও নওয়াজকে কারাবাসের সাজা শোনান।

নওয়াজ শরিফকে সাজা শোনানোর পর ওই বিচারপতি একাধিকবার আত্মঘাতী হওয়ার কথা ভেবেছেন বলেও দাবি করেন মরিয়ম। তবে বিচারক আরশাদ মালিক গতকাল বলেছেন, তার ওপর কোনো চাপ নেই। ভিডিওটি মিথ্যা।-ডন

পিবিএ/বাখ

আরও পড়ুন...