পিবিএ,সেনবাগ(নোয়াখালী): নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে অস্ত্র , গুলি ও ইয়াবা সহ সন্ত্রাসী আবু সুফিয়ানকে তার সহযোগী সহ গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হচ্ছে: সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে মোহাম্মদপুর গ্রামের দালাল বাড়ির জালাল আহম্মদের ছেলে আবুূ সুফিয়ান (২৬) ও একই এলাকার ভূঁইয়া বাড়ির মোঃ তারেক (২২)। এ সময় পুলিশ তাদের নিকট থেকে একটি দেশীয় অস্ত্র , এক রাউন্ড গুলি, একটি গুলির খোষা এবং ১৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।রোববার রাত ৮টারদিকে সেনবাগ থানার এএসআই কাউছারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দালাল বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই জনকে গ্রেফতার করে।
রোববার রাত সাড়ে ১০টার সময় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসির দায়ীত্বে থাকা (ভারপ্রাপ্ত ওসি-তদন্ত) মোহাম্মদ আলী পাটোয়ারী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেন তিনি।
মোঃ জাহাঙ্গীর আলম/পিবিএ/বাখ