যুদ্ধ বন্ধে আফগান গ্রুপগুলোর বৈঠক চলছে

পিবিএ, ডেস্ক: আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষে রবিবার দোহায় বেশ কিছু সংখ্যক বলিষ্ঠ আফগান নেতার সঙ্গে তালেবানসহ প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর বৈঠক হয়েছে। দেশটিতে ১৮ বছর ধরে চলা যুদ্ধ বন্ধই এ বৈঠকের লক্ষ্য বলে খবরে বলা হয়েছে।দোহার বিলাসবহুল যে হোটেলে এই আলোচনা অনুষ্ঠিত হয় সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বৈঠকে প্রায় ৭০ জন প্রতিনিধি অংশ নেয়।

আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক জার্মানীর বিশেষ প্রতিনিধি মার্কুস পোর্টজেল বলেন, বৈঠকে আফগান সমাজের সর্বস্তর থেকে প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সহিংসতা বন্ধের উপায় খুঁজতে শান্তিপূর্ণ বিতর্কের এটি একটি চমৎকার সুযোগ।

কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী বিশেষ দূত মুতলাক আল কাহতানি বলেন, দোহার এই বৈঠকে সকল আফগান ভাই বোনকে দেখে আমরা খুবই খুশি। আমরা ভবিষ্যত আফগানিস্তানের জন্যে একটি রোডম্যাপ চাই।

ছয়দিনের তালেবান-মার্কিন সরাসরি আলোচনা শেষে তথাকথিত দু’দিনব্যাপী এই আন্তঃআফগান আলোচনাটি অনুষ্ঠিত হয়। মার্কিন শীর্ষ আলোচক জালমে খালিলজাদ শনিবার বলেছেন, আফগান-মার্কিন শেষ দফার আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। তিনি আরো বলেন, সন্ত্রাস, বিদেশী সৈন্য প্রত্যাহার, আন্তঃআলোচনা ও বৈঠক এবং অস্ত্রবিরতি এই চার বিষয়ে আমরা আলোচনা করেছি। এই প্রথমবারের মতো এই চারটি বিষয়েই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কাতারে তালেবানের মুখপাত্র শাহীন বলেন, এই অগ্রগতিতে আমরা খুশি। এখন পর্যন্ত আমরা কোন ধরণের বাধার মুখে পড়িনি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...