বিলুপ্তপ্রায় গরু-মহিষের গাড়ি এখনো গ্রাম-গঞ্জে মাঝে মাঝে চোখে পড়ে। ভ্যানের ওপর তেমনি মহিষের গাড়ির চাকার ওপর বসা এক গাড়িয়াল। হাট থেকে মহিষের গাড়ির একটি চাকা কিনে নিয়ে বাড়িতে যাচ্ছেন গাড়িয়াল। ছবিটি নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী এলাকা থেকে তোলা। সোমবার, ৮ জুলাই। ছবি: পিবিএ