পিবিএ,হিলি: হিলিতে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিচ ইয়াবাসহ স্থানীয় হিজড়া সরদার রুবেল (২৫) নামের একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। সোমবার দুপুরে সীমান্তবর্তী সাতকুড়ি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন পিবিএকে জানান,হিজড়া রুবেল ইয়াবা নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সাতকুড়ি নামক এলাকা থেকে ভ্যান যোগে শহরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহলদল সাতকুড়ি পাকা রাস্তায় ভ্যানটিকে দাড়িয়ে ঐ হিজড়া শরীর তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় রাখা ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয় এঘটনায় তাকে আটক দেখিয়ে হাকিমপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকৃত হিজড়া রুবেল (২৫) হাকিমপুর উপজেলার দেবখন্ডা গ্রামের মৃত জাহিদ হাসানের ছেলে।
পবিএ/ সোহেল /হক