হিলি সীমান্তে মটরসাইকেল ও ফেন্সিডিলসহ যুবক আটক

পিবিএ,হিলি: দিনাজপুরের হিলি সীমান্তের মংলা বাজার এলাকা থেকে একটি হিরো হুন্ডা মটরসাইকেল ও ৪৭ বোতল ফেন্সিডিল সহ মমিনুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার দুপুরে সীমন্তের মংলা বাজার নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি মংলা ক্যাম্প কমান্ডার শাহাজান আলী ।


হিলি মংলা ক্যাম্পের কমান্ডার শাহাজান আলী জানান, ৬ জনের একটি সংঘবদ্ধ দল মাদক নিয়ে সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং তারা ঘাসুড়িয়া এলাকায় হিরো হুন্ডা মটরসাইকেল নিয়ে বৃষ্টির কারনে সেখানে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মংলা ক্যাম্পের বিজিবি সদস্যরা রাস্তায় অবস্থান নেয় এসময় তারা মটরসাইকেল নিয়ে বাজার অতিক্রম করার সময় বিজিবি সদস্যরা তাদেরকে গাড়ি থামনো কথা বললে মটরসাইকেল ফেলে রেখে পালানো চেষ্টা করে এসময় ৩ জন পালিয়ে গেলেও মমিনুল ইসলাম নামের একজনকে আটক করা হয় এসময় তার শরীরে বিশেষ কায়দায় রাখা ৪৭ বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়। আটকৃত ব্যক্তি হলেন,হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের হবিবুর রহমানের ছেলে মমিনুল ইসলাম (৩৫)।

পবিএ/ সোহেল/হক

আরও পড়ুন...