পিবিএ,মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ সন্তানকে কাছে পাওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মালয়েশিয়া প্রবাসী মো: কিরন শেখ। সোমবার দুপুরে মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের নিজ বাড়ীতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ ৮ বছর তিনি মালয়েশিয়ার প্রবাসী থেকে নিজ স্ত্রীর নামে টাকা পাঠাতেন। কিন্তু তার স্ত্রীর বাবা ও ভাই বিভিন্ন সময় তার স্ত্রীর কাছ থেকে ব্যাংকের চেক ও নগদ মাধ্যমে টাকা নিতেন। এসময় তিনি টাকা ফেরত আনার কথা বললে তারা টাকা দিতে টালবাহানা শুরু করলে তার স্ত্রী পিঞ্জিরা বেগম আত্মহত্যা করেন। এসময় তার স্ত্রীর অপর দুই ভাই ও ভাগ্সেরা মিলে তাকে আটকে রেখে নির্যাতন চালায়। পরে তিনি পালিয়ে ১লা জুলাই দেশে ফিরে আসেন।
তিনি আরো অভিযোগ করে বলেন, তার স্ত্রীর মৃত্যুর পর তার ছেলে ও মেয়েকে জোর পূর্বক নিয়ে গেছে। তার শ্বশুর বাড়ীর লোকজন মো: কিরন শেখের ভাই, ভাবীসহ ৬জনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এছাড়া তার শ্বশুরবাড়ীর লোকজন হামলা চালিয়ে ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে নিয়ে। এসময় তিনি স্ত্রীর আত্মহত্যার বিচার, নিজ ছেলে মেয়েকে ফেরত, কষ্টার্জিত টাকা ফেরতসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
এ সংবাদ সম্মেলনে মালয়েশিয়া প্রবাসী মো: কিরন শেখের মা ইয়ারুননেচ্ছা, রওশন সিকদারসহ এলাকাবাসী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত জুন মাসের ১৫ তারিখে স্বামীর বাড়ীতে আত্মহত্যা করেন পিঞ্জিরা বেগম। পর তার মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া প্রবাসী স্বামী মো: কিরন শেখ ১লা জুলাই দেশে আসেন। পরে তিনি গোপালগঞ্জ আদালতে দুটি মামলা দায়ের করেন।
পিবিএ/হুসাইন/হক