পিবিএ,কাপাসিয়া, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে সোমবার দু’টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান মোবাইল কোর্ট ।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই এলাকায় গেলে দুটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে তারা দেখতে পায়। ভ্রাম্যমান আদালত উপস্থিতি টের পেয়ে বালি উত্তালনকারীরা ড্রেজার চালু অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে ড্রেজার মেশিন দু’টি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এলাকা বাসি পিবিএকে জানায়, স্থানীয় সনমানিয়া ইউপি মেম্বার পুলিশের সহায়তায় র্দীঘ দিন ধরে অবৈধ ভাবে বালি উত্তোলন করে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করছে। এরা স্থানীয় সরকার দলীয় প্রভাবশালী ব্যক্তিদের -ছত্রছায়ায় প্রভাব খাটিয়ে ব্রহ্ম-পুত্র নদ হতে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করছে। লক্ষ লক্ষ টাকার মালিক বনে গেছেন।
পিকিএ/সনজীব/ হক