পিবিএ ডেস্ক: ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার পর জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়। অস্ত্রোপচার ও দফায় দফায় থেরাপি গ্রহণের মাধ্যমে ঝুঁকি কাটিয়ে উঠলেও রুবেলের চিকিৎসা এখনো সমাপ্ত হয়নি।
সিঙ্গাপুরের বিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুবেলের চিকিৎসা আরও বাকি। চিকিৎসা বলতে পুরোটাই কেমোথেরাপি, যা ছাড়া ক্যান্সারের ঝুঁকিও থেকে যায়। তবে নিজেদের সবকিছু উজাড় করে চিকিৎসা করানোর পর এখন রুবেলের পরিবারও দিশেহারা। তাই নিজের ফ্ল্যাট বাড়িটি বিক্রি করতে চাইছেন ৩৭ বছর বয়সী এই জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব।
ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, ‘আমি এখনো কেমোথেরাপির জন্য যুদ্ধ করছি। এর চিকিৎসার পেছনে ইতোমধ্যে ১ কোটি টাকা খরচ করেছি। আমার আরও ৫০ লক্ষ টাকা প্রয়োজন ৬ ধাপে কেমোথেরাপির জন্য। তাই জরুরি ভিত্তিতে ১৫৫০ স্কয়ার ফিটের ফ্ল্যাটটি বিক্রি করা প্রয়োজন। কেউ কিনতে আগ্রহী হলে ইনবক্সে যোগাযোগ করুণ আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি এখনো বেঁচে আছি শুধুমাত্র আপনাদের দোয়ার কারণে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। ধন্যবাদ।’
রুবেলের চিকিৎসার জন্য খরচ দেওয়ার আশ্বাস দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বোর্ড এখন তা দিতে চাচ্ছে না বলে রুবেলের ঘনিষ্ঠসুত্রে জানা গেছে। তিনি কয়েকবার বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও বোর্ড পাঁচ লক্ষ টাকার বেশি দিতে চাচ্ছে না বলে জানা যায়।
দেশের ধনী ফেডারেশনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ধারে কাছে নেই অনেক বোর্ড কিংবা ফেডারেশন। তাই পুরোপুরি না হোক অন্তত ৪০-৫০ ভাগ খরচ দেওয়া ক্রিকেট বোর্ডের কাছে কোন বিষয় নয়। তাই মানবিক দিক বিবেচনা করে হলেও ক্রিকেট বোর্ডের উচিৎ রুবেলের পাশে এসে দাঁড়ানো।
পিবিএ/এএইচ