পাকিস্তানের ৩৩০ কেজি ওজনের নুরুল হাসান আর নেই

পিবিএ ডেস্ক: ৩৩০ কেজি ওজনের নুরুল হাসান মারা গেছেন। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ছিলেন। ৮ জুলাই, সোমবার লাহোরের শালামার হাসপাতালে চিকিৎসাধীন মারা যান নুরুল হাসান। হাসপাতালের চিকিৎসক মুয়াজ জানান, আইসিইউতে চিকিৎসাধীন একটি সমস্যার কারণে মারা যান নুরুল হাসান।

পাকিস্তানি সংবাদমাধ্যমে বলা হয়েছে, সার্জারির মাধ্যমে ওজন কমাতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাকিস্তানের সবচেয়ে স্থুলকায় ওই ব্যক্তি। নুরুল হাসান কয়েক সপ্তাহ আগে এই হাসপাতালটিতেই সার্জারি করিয়েছিলেন। কিন্তু সার্জারির পরে হঠাৎ শারীরিক অবস্থার খুবই অবনতি ঘটে।

নুরুলের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়ার নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

এর আগে চিকিৎসার ব্যয় বহন করার সক্ষমতা না থাকায় নুরুল হাসানের চিকিৎসার দায়িত্ব নেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া।

ওজনের কারণে নুরুল এতটাই স্থুলকায় ছিলেন যে, তাকে তার বাড়ির দরজা দিয়ে বের করা যায়নি। দেয়াল ভেঙে তাকে বের করে হাসপাতালে নেওয়া হয়। তাকে পাঞ্জাব থেকে লাহোরের ওই হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...