বিমানে জমজমের পানি বহনে নিষেধাজ্ঞা

পিবিএ ডেস্কঃ হজযাত্রীরা জমজমের পানি নিয়ে ভারতীয় বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়ার’ ফ্লাইটে উঠতে পারবে না বলে ঘোষণা করেন এয়ার ইন্ডিয়ার।

এ ঘোষণার পরপরই দেশটির হায়দরাবাদ ও কেরালার হজযাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সাধারণত যারা হজের উদ্দেশে সৌদি আরবে যান তাদের বেশিরভাগই ফেরার পথে জমজমের পানি নিয়ে আসেন।

এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক প্রভুচন্দ্রন গণমাধ্যমকে বলেন, বোয়ি ৭৩৭ বিমানের ফ্লাইটের ধারণ ক্ষমতা কম। এ কারণেই ক্যানে করে জমজমের পানি বিমানের মধ্যে বহনে সাময়িক নিষেধ করা হয়েছে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...