বিএনপির মিয়া নুরুদ্দীন অপুকে গ্রেফতার

পিবিএ: শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দীন অপুকে হাসপাতাল থেকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একাদশ সংসদ নির্বাচনের আগে রাজধানীর মতিঝিলে আট কোটি টাকা উদ্ধার মামলার আসামি তিনি।

শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১ এর অধিনায়ক সারোয়ার বিন কাশেম।

তিনি বলেন, মিয়া নুরুদ্দীন বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সেখানেই তাকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতালে র‌্যাবের নজরদারিতে থাকবেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় নরুদ্দীন অপুকে খুঁজছিল র‌্যাব। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ইউনাইটেড হসপিটালে তাকে গ্রেফতার দেখানো হয়। সংশ্লিষ্ট মামলায় বিএনপির এই নেতা চার নম্বর আসামি।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর মতিঝিল থেকে নগদ আট কোটি টাকা ও দশ কোটি টাকার চেকসহ তিন জনকে গ্রেফতার করে র‌্যাব। সেই সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এসব টাকা ভোট কেনার কাজে ব্যবহার করছিলেন বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানান, টাকাগুলো হুন্ডির মাধ্যমে দুবাই থেকে বাংলাদেশে এসেছে।

পিবিএ/এসআই

আরও পড়ুন...