ঝড় তুলছেন নোরা

পিবিএ ডেস্ক : বলিউড আইটেম গার্ল ও অভিনেত্রী নোরা ফতেহি যখন ‘হোশ না খবর হ্যায়’ গাইছিলেন তখনই ভক্তরা তার খোঁজ-খবর নিতে শুরু করে দিয়েছিল। আর তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন ওই ‘দিলবরা’ গানের রিমেক থেকেই। আজকাল ইনস্টাগ্রাম থেকে টুইটার, সোশ্যাল প্ল্যাটফর্মের সর্বত্রই তরতর করে বাড়ছে নোরার ফলোয়ার।

১৯৯২ সালে কানাডায় জন্ম নোরা ফতেহির। কিন্তু কানাডায় জন্ম হলে কী হবে, নিজেকে মনে প্রাণে ভারতীয় বলেন নোরা। যেমন হিন্দি বলেন, তেমনই আবার অনায়াসেই অ্যারবিক, ফরাসিও বলতে পারেন এই অভিনেত্রী।

মূলত তেলুগু ইন্ডাস্ট্রি থেকেই তার উত্থান। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু তেলুগু ছবিতে আইটেম নাম্বারও করেছেন অভিনেত্রী। বলিউডে নোরার প্রথম ছবি ‘রোয়ার: টাইগারস অব দ্য সুন্দরবনস’। ‘বাহুবলী দ্য বিগিনিং’ -এর ‘মনোহরি’ গানে নোরা ফতেহির নাচ অনেকেরই মনে আছে। ইমরান হাসমি এবং গুরমিত চৌধরি অভিনীত এবং বিক্রম ভট্ট পরিচালিত ‘মিস্টার এক্স’ ছবিতেও অভিনয় করেছিলেন নোরা।

শুধু অভিনয় নয়। সেলিব্রিটি রিয়্যালিটি শো’তেও অংশগ্রহণ করেছিলেন তিনি। ২০১৫ সালে ‘বিগ বস’-এর নবম পর্বের প্রতিযোগী ছিলেন নোরা ফতেহি। ২০১৬ সালে পরপর দু’টি রিয়্যালিটি শো’তে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। জনপ্রিয় সেই রিয়্যালিটি শো দু’টি হল ‘কমেডি নাইটস বাঁচাও’ এবং ‘ঝলক দিখলাজা ৯’।

২০১৮ সালটা ছিল নোরার ক্যারিয়ারের সেরা বছর। একদিকে ‘টপ মডেল ইন্ডিয়া’ এবং ‘এমটিভি ডেটিং ইন দ্য ডার্ক’ দু’টি রিয়্যালিটি শো’য়ে সঞ্চালনার পাশাপাশি বলিউডের দু’টি ছবিতে আইটেম নাম্বার। ‘স্ত্রী’ ছবির ‘কামারিয়া’ এবং ‘সত্যমেব জয়তে’ ছবির ‘দিলবার’-এই দু’টি আইটেম নাম্বারই নোরা ফতেহিকে বলিউডে লম্বা রেসের ঘোড়া বলেই চিহ্নিত করেছে। ‘দিলবার’ গানের একটি অ্যারবিক রিমেকও আছে। আর সেই রিমেকটি গেয়েছেন নোরা ফতেহি নিজেই। অর্থাত্ শুধু নাচ বা অভিনয় নয়, গানেও সমান পারদর্শী নোরা।

ইনস্টাগ্রামে নোরা ফতেহির পরিচয় অভিনেত্রী, ডান্সার, গায়িকা এবং প্রযোজক। সবেমাত্র ইন্টাসগ্রামে এসেছেন নোরা, আর এরই মধ্যে তার ফলোয়ার ৩১ লক্ষ। ২০১৯ সালে বেশ কিছু ছবিতেই দেখা যাবে নোরাকে। তার মধ্যে সালমান খানের ‘ভারত’ এবং জন আব্রাহামের ‘বাটলা হাউস’ অন্যতম।

পিবিএ/জিজি

আরও পড়ুন...