পিবিএ ডেস্ক: দীর্ঘ ১৬ বছর পর আবার দুই বাংলার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পূর্ণিমা।
২০০৩ সালে মুক্তি পায় পূর্ণিমা ও রিয়াজ অভিনীত বহুল আলোচিত যৌথ প্রযোজনার ছবি “মনের মাঝে তুমি”। এরপর আর কোনো যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে দেখা যায়নি পূর্ণিমাকে।
যদিও খবরটি এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে এরইমধ্যে পূর্ণিমার প্রাথমিক আলাপ-আলোচনা হয়েছে বলে জানালেন তিনি।
পূর্ণিমা জানান, গত বৃহস্পতিবার পরিচালক পারভেজ আমিনের সঙ্গে আলোচনা হয়। সেখানে আলোচনায় কলকাতার একটি প্রযোজনা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন। দুই বাংলার যৌথ প্রয়াসে নির্মিত হবে ছবিটি। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিকঠাক হলে সবাইকে জানাব।
পরিচালক পারভেজ আমিন বলেন, পূর্ণিমার সঙ্গে আমরা প্রাথমিক আলোচনা করেছি। পূর্ণিমাকে আমরা এই ছবিটির জন্য সাবলীল মনে করছি। অনেকদিন তিনি বড় পর্দায় নেই। তাকে আবার ফিরিয়ে আনতে চাই। পূর্ণিমাকে আমরা গল্প শুনিয়েছি। মনে হলো তিনি গল্প পছন্দ করেছেন।
তিনি আরও বলেন, পূর্ণিমা ছাড়াও কলকাতার স্বস্তিকা মূখার্জীর সঙ্গেও কথা বলেছি। পূর্ণিমা রাজি না হলে তার জায়গায় স্বস্তিকাও অভিনয় করতে পারেন।
পূর্ণিমা বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত “গাঙচিল” ও “জ্যাম” ছবির কাজ নিয়ে ব্যস্ত। সবশেষ তার অভিনীত “লোভে পাপ, পাপে মৃত্যু” ছবিটি মুক্তি পায় ২০১৪ সালে। সোহানুর রহমান সোহান পরিচালিত ছবিটিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন রিয়াজ ও আমিন খান।
পিবিএ/এমআই