পিবিএ দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে মৎস্যজীবিদের কাছে ঘুষ গ্রহনের সময় ২০ হাজার টাকাসহ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকারকে মঙ্গলবার দুপুরে হাতেনাতে আটক করেছেন (দুর্নীতি দমন কমিশনের) দুদকের কর্মকর্তারা।
দুর্র্নীতি দমন কমিশনের (দুদকের) দিনাজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, পার্বতীপুর উপজেলায় বড় আউতাল এবং খুনিয়াদীঘি নামে দুইটি পুকুর খননের ৪০ লাখ টাকা বরাদ্ধ করেছিল মৎস্য অফিস। ওই দুইটি পুকুর পুর্নঃ খননের কাজ পেয়েছিল স্থানীয় মৎস্যজীবিরা।
পুকুর খননের বিল প্রদানে ৫লাখ টাকা ঘুষ দাবি করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার। ইতমধ্যে ৩লাখ টাকা গ্রহন করেছেন তিনি। দাবির আরো ২লাখ টাকার জন্য চতুর্থ দফায় শেষ কিস্তির বিলের ১০লাখ টাকার চেক আটকে দেন তিনি। ঘুষের টাকা না পাওয়ায় বিল প্রদানে গড়িমসি এবং হয়রানির শিকার হন মৎস্যজীবিরা।
মঙ্গলবার লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে ঘুষের ২০ হাজার টাকা হাতেনাতে আটক করা হয়েছে তাকে। এসময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক আহসান কবির পলাশ, উপ সহকারি পরিচালক জিন্নাতুল এবং সহকারি পরিদর্শক অবায়দুনসহ ৬ সদস্যের একটি টিম।
পিবিএ/হক