মাগুরায় ছাদ থেকে পড়ে শিক্ষক ও নির্মাণ শ্রমিক নিহত

পিবিএ,মাগুরা: মাগুরায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও অপর একটি বাড়ির নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে একজন নির্মান শ্রমিক নিহত হয়েছে।
নিহতরা হচ্ছেন মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ ঢালি (৬৫) এবং শহরের বরুনাতৈল গ্রামের ওমর শিকদারের ছেলে আকাশ হোসেন (১৮)।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন মাস্টার সুমন আলী জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের স্টেডিয়াম পাড়ায় নিজ বাড়ির দ্বিতীয় তলার ছাদের নির্মাণ কাজ দেখতে যান স্কুল শিক্ষক আব্দুল রউফ ঢালী। এ সময় তিনি ছাদ থেকে পা পছিলে নিচে পড়ে সেপটিক ট্যাংকের মধ্যে আটকে যান। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন সেখান থেকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেপটিক ট্যাংকের ঢাকনাটি ভাঙ্গা থাকায় ছাদ থেকে পড়ে আব্দুর রউফ সরাসরি এটির ভেতরে আটকে পড়েন।

অন্যদিকে বেলা ১১ টার দিকে শহরের সৈয়দ আতর আলী সড়কের জামরুল তলা একলাকায় লাবনী স্টিল কর্নার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের চতুর্থ তলার ছাদে কাজ করার সময় পা পিছলে নীচে পড়ে গুরুতর আহত হন নির্মাণ শ্রমিক আকাশ হেসেন। তাকে দ্রুত মাগুরা সদরহাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পবিএ/হক

আরও পড়ুন...