বর্ষার শুরুতেই পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে রাজবাড়ীতে নদী ভাঙন শুরু হয়েছে। পদ্মার ভাঙনে নদীতে বিলীন হয়ে যাচ্ছে শতশত বিঘা ফসলি জমি। জেলার সদর উপজেলার মিজানপুর, বরাট, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় পদ্মাপারের মানুষের বাড়ীঘর হুমকির মধ্যে পড়েছে। এসব এলাকায় এরই মাঝে ভাঙনের তান্ডব দেখা দিয়েছে। ছবিটি রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানী এলাকা থেকে তোলা। মঙ্গলবার, ০৯ জুলাই। ছবি: পিবিএ