জীবনের ঝুঁকি নিয়ে কক্সবাজারে বসবাস করছে লাখো মানুষ

পিবিএ, কক্সবাজার: কক্সবাজার জেলায় বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করছে দুই লাখেরও বেশি মানুষ। এরমধ্যে পৌরসভা এলাকাতেই লক্ষাধিক মানুষের বাস। প্রশাসনের হিসাবে পাহাড়ে অতি ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় এক হাজার পরিবার। বর্ষায় পাহাড় ধসের আশংকায় ঝুঁকিপুর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।


পর্যটন শহর কক্সবাজারে দুই লাখেরও বেশি মানুষ পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে। জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী কক্সবাজার পৌরসভা এলাকায় অতি ঝুঁকি নিয়ে বাস করছে ৯শ’ ৯৮টি পরিবার। ভারি বর্ষণে পাহাড় ধসের আশংকায় তাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন।

এদিকে, ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা বলছেন, তাদের থাকার আর কোন ব্যবস্থা না থাকায় ঝুঁকি জেনেও পাহাড়ে বাস করছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, পাহাড় ধসে প্রতি বছর প্রাণহানি ঘটলেও মানুষ সচেতন হচ্ছে না। নিজেরা না সরলে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে বলে জানান তিনি।

গত ৯ বছরে কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছে ২শ’ ৩০ জন। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধে একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

পিবিএ/হক

আরও পড়ুন...