গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিকস রোগীর চিকিৎসা

পিবিএ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের দুই উপজলায় চক্ষু ও ডায়াবেটিকস রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। এছাড়া অসংখ্য তরুণ-তরুণীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে।


মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল, গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি ও কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা পরিবার এ কর্মসূচির আয়োজন করে।
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফুদ্দিন আহমেদ বলেন, এটা ডায়াবেটিস ও রেটিনার ক্লিন আই ক্যাম্প। এ উপজেলায় এ ধরনের মেডিকেল ক্যাম্প এটাই প্রথম।
কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ চত্বরে স্বপ্নযাত্রা পরিবারের সভাপতি সাকিব তারুকদার জানান, আমরা মানবতার সেবায় কাজ করি। আমাদের পরিবার অসুস্থদের জন্য রক্ত সংগ্রহ করি। আজ যাদের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে তারা জরুরি প্রয়োজনে রক্ত দিতে পারবেন।

পিবিএ/কবির/ হক

আরও পড়ুন...