পিবিএ, রামগড়, খাগড়াছড়ি: জেলার রামগড়ে নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় রামগড় বাজার সমিতির কার্যালয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর ফেনী’র আয়োজনে উপজেলা ও জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতির সহযোগীতায় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিটির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর ফেনী এর তত্বাবধায়ক সালমা ছিদ্দিকা। এসময় খাগড়াছড়ি জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির যুগ্ন সম্পাদক তপন সরকারসহ রামগড় উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন ফার্মেসীর মালিক ও কেমিস্টরা উপ¯ি’ত ছিলেন।
পরে প্রধান অতিথি রামগড় বাজারে কয়েকটি ফার্মেসী পরিদর্শন করে সরকারী নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, নকল, মানহীন ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে হাইকোটের নির্দেশ বাস্তবায়নে আমরা মাঠ পর্যায়ে তদারকি করে যা”িছ কোথাও কোন অনিয়ম ও অভিযোগ পেলে ব্যব¯’া নেয়া হবে।
পিবিএ/ নিজাম/হক