রৌমারীতে যুবকের লাশ উদ্ধার

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রতনপুর গ্রামের যুবক বাবু (২২) কে হত্যার অভিযোগ পাওয়াগেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পুলিশ বোল্লাপাড়া এলাকার ‘জিঞ্জিরাম নদী’ থেকে নিহত বাবুর লাশ উদ্ধার করে।

las-uddhar.jpg-500
জানা যায়,দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে তাকে হত্যা করে লাশ গুম করতে নদীতে ফেলে দেয় বলে ধারনা করছে পুলিশ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত কওে পিবিএকে জানান, পুলিশ নিহত বাবুর লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। নিহত বাবু রতনপুর গ্রামের মৃত সুরুজ্জামানের পুত্র। সে মাদক ব্যবসায়ী ছিল।
ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার বিরোধের জের ধারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ঘাতকরা তাকে নৃশংস ভাবে হত্যা করে লাশ বিকৃত করে নদীতে ফেলে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ স্পস্ট। তার লিঙ্গও কর্তন করে ঘাতকরা। এব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পিবিএ/হক

আরও পড়ুন...