নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অনুষ্ঠান

পিবিএ পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উপজেলার বে-সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে দুমকি এ.কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আলমগীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. হারুন অর রশিদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন, ভাইস চেয়ারম্যান এইচ এম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, শ্রীরামপুর ইউপি সদস্য আমিনুল ইসলাম ছালাম।

অনুষ্ঠানের শুরুতেই নব-নির্বাচিত চেয়ারম্যান এড. হারুন অর রশিদ হাওলাদার ও ভাইস চেয়ারম্যান এইচ এম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনসহ অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন দুমকি টেকনিক্যাল এ্যন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মো: জামাল হোসেন, ও অন্যান্য প্রতিষ্ঠানের মাওলানা জাকারিয়া, আঃ রব, শাহ আলম প্রমুখ। এসময় শিক্ষকরা তাদের সমস্যার কথা প্রধান অতিথি ও নব নির্বাচিত চেয়ারম্যানদ্বয়ের কাছে তুলে ধরেন এবং প্রধান অতিথি এড. হারুন অর রশিদ হাওলাদার তার বক্তৃতায় শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।

পিবিএ/এসএইচ/বিএইচ

আরও পড়ুন...