কুরবানি ঈদকে সামনে রেখে সক্রিয় মুদ্রা জালিয়াত চক্র ॥ সরঞ্জামসহ গ্রেফতার ৬

পিবিএ, ঢাকা: রাজধানীর রামপুরার উলনে জাল টাকার কারখানায় অভিযান চালিয়ে দুই নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ত্রিশ লাখ জালমুদ্রা ও মুদ্রা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুরবানির হাটসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে জাল টাকা উৎপাদন ও বাজারজাতে নেমেছে এই মুদ্রা জালিয়াত চক্র।

মুদ্রা জালিয়াত চক্রের সদস্য ছয় জন। সবারই কাজ ভাগ করা। কেউ কাগজ কাটছে, কারো দায়িত্ব ডিজাইন ও প্রিন্টিংয়ের, কেউ করছেন নিরাপত্তা সূতা লাগানোর কাজ।

রাজধানীর রামপুরার উলনের চারতলা বাড়ির ভাড়া করা একটি ফ্ল্যাটে শোবার ঘরেই চলছে এসব কর্মযজ্ঞ।

মঙ্গলবার (৯ জুলাই) গোয়েন্দা পুলিশে অভিযানে হাতে নাতে ধরা পড়ে জাল টাকা তৈরির এই চক্র। গ্রেফতারকৃতরা সবাই স্বীকার করে নিজ নিজ দায়িত্ব।

পুলিশ বলছে, গ্রেফতার হওয়া ফাতেমার স্বামী জাল মুদ্রা ও মাদক মামলায় জেলে যাওয়ার পর সে-ও যোগ দেয় জাল টাকার কারবারে।

পুলিশ বলছে, এদের এই কারখানাটি ছিলো সাভার এলাকায়। কোরবানির ঈদ সামনে মেশিনপত্রসহ ঢাকায় আস্তানা গাড়ে তারা। উদ্দেশ্য সারাদেশে জাল টাকার জোগান দেয়া।

অপরাধ তথ্য বিভাগের গোয়েন্দা মশিউর রহমান বলেন, সাভার বা মানিকগঞ্জে তাদের কারখানা গড়ে তাহলে তাদের কেনাবেচায় অসুবিধা হবে। তাই ঢাকায় ফাতেমার বাসায় জাল টাকা বানাচ্ছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...