ুপিবিএ, কুড়িগ্রাম: গত ৩দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সবগুলো নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির পানি জমে প্লাবিত হয়ে পড়েছে নিম্নাঞ্চলগুলো। রাজারহাট আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে এসব এলাকার কাঁচা-পাকা সড়ক। এতে করে দুর্ভোগে পড়েছে শহরতলীসহ নিম্নাঞ্চলের মানুষজন।
এদিকে কুড়িগ্রাম পৌরসভা এলাকার রৌমারী পাড়ায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ঐ এলাকার প্রায় ৫০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরে পানি প্রবেশ করায় অনেকে ঠিকমতো রান্না-বাড়ার কাজও করতে পারছেন না।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানায়, গত ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৩২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ১২ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৪ সেন্টিমিটার হ্রাস পেয়েছে।
পিবিএ/ বাবু/হক