পিবিএ,ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষের সঙ্গে সাংবাদিক সমিতির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ই জুলাই) অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেনের নিজ কার্যালয়ে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যরা এ শুভেচ্ছা বিনিময় করেন। অধ্যক্ষের সঙ্গে কুশল বিনিময়ের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সহ সভাপতি মোঃ শামিম হোসেন শিশির, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন মাসুদ, দপ্তর সম্পাদক আহমেদ ফেরদৌস, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সম্পাদক আল ইমরান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাহবুব হাসান রিপন, কার্যনির্বাহী সদস্য রাশেদ মামুন ও তাওসিফ মাইমুনসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।
এ সময় কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন বলেন, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন। আমরা আশা করব- তিতুমীর কলেজের খ্যাতি অক্ষুণ্ন রাখতে কাজ করবে সংগঠনটি। কলেজের অনেক ইতিবাচক দিক ও বিদ্যমান সমস্যাগুলো সাংবাদিকরা তুলে ধরবে।
পরে সাংবাদিক সমিতির সকল সদস্যসের অধ্যক্ষের সঙ্গে পরিচিত হন।
পিবিএ /আলআমিন/হক