সেনবাগের কানকিরহাট উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন

পিবিএ, সেনবাগ (নোয়াখালী): নোয়াখালীর সেনবাগের কানকির হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমদাদুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাথের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ ওয়াজি উল্যাহ্ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রকৌশলী মোঃ নূরুল হুদা শাহজাহানসহ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা।
পিবিএ/ জাহাঙ্গীর আলম/বাখ

আরও পড়ুন...