পিবিএ, সেনবাগ(নোয়াখালী): নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কে সেনবাগ রাস্তার মাথা সংলগ্ন স্থানে সুগন্ধা পরিবহনে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী রাস্তার উত্তর পাশে খালের পানিতে পড়ে ডুবে যায়। এতে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীদের সহযোগীতায় সেনবাগ থানার এএসআই আশিকুর রহমান, কনষ্টেবল ইমন শরীফ বাসে আটকা পড়া যাত্রীদর উদ্ধার বিভিন্ন হাসপাতালে পাঠায়। এসময় দমকল বাহিনী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাৎক্ষনিক উদ্ধার তৎপরতায় অংশ নাম নিয়ে দশকের ভুমিকা পালন করে। এতে উপস্থিত লোকজনের সাথে ক্ষোভের সৃষ্ঠু হয়। দুর্ঘটনার খব্ও পেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান ঘটনাস্থ পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদশীরা জানায়, বুধবার সকাল ৮টার দিকে সোনাপুর থেকে ছেড়ে আসা ফেনী অভিমুখি সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহি বাসটি সেনবাগ রাস্তার মাথা এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে। পরে পুলিশের সহযোগিতার স্থানীয়রা ২৫/৩০ জন্য যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।কিন্ত বাসটি উল্টে পানিতে ডুবে থাকায় এর নিছে যাত্রী চাপা পড়ে থাকতে পারে বলে উপস্থিত লোকজনের ধারনা।সকাল ৮ টার দিকে দুর্ঘনাটি ঘটলেও দীর্ঘ আড়াই ঘন্টা পরে বেলা সাড়ে ১০ টারনদিকে ক্রেন( বেকার) এসে বাসটি পানি থেকে উদ্ধার তৎপরতা শুরু করে। এরিপোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।দুর্ঘটনার পরপরই উদ্ধার উদ্ধার তৎপতায় অংশ নেন উপজেলা কাবিলপুর ইউনিয়নের ডোমনাকান্দ গ্রামের রিপন(৩০ )ও বাহার মিয়া।
পিবিএ/ মোঃ জাহাঙ্গীর আলম/বাখ