১৩৫টি বইয়ের লেখক ১২বছর বয়সী এক বিস্ময় বালকের কথা

পিবিএ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বিষ্ময় বালক মৃগেন্দ্র রাজ।মাত্র ১২ বছর বয়সেই সে বিখ্যাত ব্যক্তিত্বের বায়োগ্রাফিসহ ধর্ম সম্পর্কিত বিষয় নিয়ে ১৩৫ টি বই লিখে ফেলেছে।

সে ৬ বছর বয়সেই বই লিখতে শুরু করেছিলে এবং প্রথমে বের হয়েছিল তাঁর কাব্যগ্রন্থ।

সাহিত্য জগতে তাঁর অবদানের জন্য, রাজ ‘আজ কা অভিমান্যু’ নামে পরিচিত লাভ করেছে। সে চারটি বিশ্ব রেকর্ড এবং অন্যান্য পুরষ্কার অর্জন করেছে।

সে জানিয়েছে, “রামায়ণের ৫১ টি চরিত্র বিশ্লেষণের পর আমি বই লিখেছি। আমার প্রতিটি বই ২৫ থেকে ১০০ পৃষ্ঠাতে চলছে।” অবিশ্বাস্য হলেও সত্যি, সে ডক্টরেটের জন্য লন্ডনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব রেকর্ডস থেকে একটি অফার পেয়েছে।

মৃগেন্দ্র রাজ তার ভবিষ্যৎ সম্পর্কে জানায়, সে বড় লেখক হতে চায়।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...