পিবিএ দিনাজপুর: চেকে স্বোক্ষর জাল করে অবসরভোগি সাবেক ফিল্ড সুপারভাইজার আবুল কাসেমের লামগ্রান্টের প্রায় সোয়া তিনলাখ টাকা উত্তোলনসহ আত্বসাতের মামলায় সমাজ সেবা অধিপ্তরের দিনাজপুরের জেলা কর্মকর্তা উপ পরিচালক স্টীফেন মুর্ম্মু এবং অফিস সহকারি মোস্তাফিজুর রহমানকে আজ বুধবার দুপুরে গ্রেপ্তার করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তারা। বিকেলে তাকে জেলা ও দ্বায়রা জজ আদালতে তুলে দেওয়া হয়েছে। উভয়ের বিরুদ্ধে জ্বাল জালিয়াতি এবং প্রতারনার অভিযোগে বাদী হয়ে মামলা রেকর্ড করেছেন দুদক কর্মকর্তা উপ সহকারি পরিচালক জিন্নাতুল ইসলাম।
দুর্র্নীতি দমন কমিশনের (দুদকের) দিনাজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, সমাজ সেবা অধিদপ্তরের হাকিমপুর উপজেলা কার্যালয়ে সাবেক ফিল্ড সুপারভাইজার আবুল কাসেমের লামগ্রান্টের ৩লাখ ২৩ হাজার ২৮০ টাকা জ্বাল স্বাক্ষরের মাধ্যমে উত্তোলন এবং আত্বসাতের মামলায় সমাজ সেবা অধিপ্তরের দিনাজপুরের জেলা কার্যালয়ের উপ পরিচালক স্টীফেন মুর্ম্মু এবং অফিস সহকারি মোস্তাফিজুর রহমানকে দুপুর সোয়া ১টায় পুলহাটস্থ কার্যালয়ে গ্রেপ্তার করেছেন তারা। তবে আত্ব গোপন করেছে ওই মামলায় অভিযুক্ত আরেক নারী কর্মচারি।
পিবিএ/এসএ/বিএইচ