পাবনায় যুবদলের গাড়ি বহরে হামলা ভাঙচুর

পিবিএ ,পাবনা : দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাদের বাড়িতে দেখা করতে আসার সময় পাবনার ঈশ্বরদীতে জেলা যুবদলের একটি গাড়িতে হামলার শিকার হয়েছেন জেলা যুবদলের কয়েকজন নেতা-কর্মী।
বুধবার দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী শহরের থানার সন্নিকটে এ ঘটনা ঘটে। এসময় একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়। স্থানীয় যুবলীগের একটি অংশ এ হামলার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন ঈশ্বরদীর যুবদল ও ছাত্রদল নেতারা।
হামলায় আহতরা হলেন পাবনা জেলা যুবদলের সহ সভাপতি মামুনুর রহমান কল্লোল লালন (৩৭), পাবনা সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সজিব শেখ (৩৬), জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ সজিব হোসেন (৪০)। তাদের বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঈশ্বরদী পৌর ছাত্রদলের সভাপতি আওয়াল কবির জানান, বুধবার বিএনপির কেন্দ্রীয় নেতারা ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে গুলি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতাদের বাড়িতে আসছেন-এ কারনে পাবনা জেলা যুবদলের নেতারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দুটি মাইক্রোবাসে ঈশ্বরদীতে আসছিলেন। কেন্দ্রীয় নেতাদের বহনকারী মাইক্রোটি থানা অতিক্রম করার কিছুক্ষণ পর জেলা যুবদল নেতাদের বহনকারী অপর মাইক্রোটি থানা অতিক্রম করার সময় যুবলীগ পরিচয়ে ২০-২৫ জন যুবক মাইক্রোটি থামিয়ে ভাংচুর ও যুবদল নেতাদের মারধর করে পালিয়ে যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, ঘটনার পরপরই সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে, তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
পিবিএ/শাহীনুর রহমান/জেডআই

আরও পড়ুন...