পিবিএ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের আবাসনে একটি শিশু (১০) ধর্ষণের শিকার হয়েছে। ওই শিশুকে পুলিশ উদ্ধার করে রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। শিশুটির পিতা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার সন্ধায় চুয়াডাঙ্গা আলোকদিয়া ইউনিয়ানের হাতিকাটা গ্রামের আবাসনে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তদন্ত লুৎফুল কবির জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ানের হাতিকাটা গ্রামের আবাসনে শিশুটি তার মা-বাবার সাথে থাকতো। আবাসনের বাসিন্দা বাপ্পি শেখ ওই শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে আবাসনের একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে মঙ্গলবার সন্ধায় জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি আবাসনের অন্য বাসিন্দারা টের পেয়ে মেয়েটির পরিবারকে জানায়।
পরে রাতে হাতিকাটা গ্রামের আবাসনের বাসিন্দারা পুলিশকে খবর দেয় সেখানে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক জনকে আসামি করে শিশুটির পিতা বাদি হয়ে মামলা দায়ের করেছে। আসামি গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পিবিএ/টিটি/বিএইচ