বান্দরবানে ভাইয়ের লাশ পার করতে গিয়ে নিহত ১ নিখোঁজ ১

BANDARBAN

পিবিএ,বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় সুনসং খালে দিয়ে সহদরের লাশ পার করতে গিয়ে জলের স্রোতে একই পরিবারের ২জন নিখোঁজ হয়েছেন।

বান্দরবান সেনা জোন গোয়েন্দা ও স্থানীয় সুত্রে জানাযায় অদ্য ১০ জুলাই সকাল ৮ টার সময়ে রেমাক্রী খালের পানির স্রোতে ভেসে ০২ জন পাহাড়ী ব্যক্তি নিখোঁজ হয়।

পরবর্তীতে বিকাল ৪ টায় স্হানীয় পাড়ার লোকজন নিখোঁজদের উদ্ধার কার্যক্রম চালিয়ে দুলাচরণ পাড়ার নিচে থেকে (রেমাক্রী খাল) লাল সম দির বম (৩০), পিতা: ফুনচি বম,সাং: চাইক্ষ্যং পাড়া,থানা: রুমা, বান্দরবান কে মৃত অবস্হায় উদ্ধার করা হয়। তবে লালহুন সাং বম (১৫), কে এখনো উদ্ধার করা সম্ভব হয় নি।

উল্লেক্ষ্য মাইকেল বম (১৫) রোগে মৃত্যের পর এর লাশ বহন করে চাইক্ষ্যংপাড়ার দিকে নিয়ে যাওয়ার সময় রেমাক্রী খালের পানির স্রোতে ব্যক্তিদ্বয় তলিয়ে যান। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত লালহুন সাং বম (১৫), নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ পাহাড়ী ব্যক্তির খোঁজে পাওয়া সম্ভব হয় নি। পাড়ার লোকজন নিখোঁজকে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পিবিএ/নয়ন চক্রবর্তী/এমএসএম

আরও পড়ুন...