পিবিএ, পেকুয়া: পেকুয়ায় টর্নেডোর আঘাতে ৪০টি বাড়িঘর লন্ডভন্ড হয়েছে। ১০ জুলাই বুধবার দুপুরে উপজেলার উজানটিয়া ও মগনামা ইউনিয়নে এঘটনাটি ঘটে। জানা যায়, উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গা পাড়া, ষাড়ধুনিয়া পাড়া, বাজার পাড়া, মগনামা ইউনিয়নের কালার পাড়াসহ আরো কয়েকটি পাড়ায় হঠাৎ ঘূর্ণিপাকে ৪০ টি বসতবাড়ি বিধ্বস্ত হয়ে যায়। টর্নেডোর আঘাতে রেজিয়া সোলতানা নামের এক গৃহবধূ আহত হয়েছে বলে জানা যায়।
উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী বলেন, আমার ইউনিয়নে হঠাৎ টর্নেডোর আঘাতে ৩৪টি বাড়িঘর ভেঙে যায় যেখানে ৭টি বাড়িঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় বলে তিনি দাবী করেন। মগনামা ইউিপ চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম বলেন, আমার ইউনয়নের কালার পাড়ার ৬টি কৃষকের বাড়ি টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়েছে। এদিকে তাৎক্ষনিকভাবে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল করিমের নেতৃত্বে পেকুয়া থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুভ্রাত দাশ ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় মাহাবুব উল করিম বলেন, বাতাসের প্রবল ঘূর্ণিপাকের কারণে উজানটিয়া এবং মগনামায় বেশ কয়েকটি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এসব এলাকায়। আমরা তাদেরকে সরকারের পক্ষ থেকে জরুরী ত্রানের ব্যবস্থা করেছি পরে আরো সহযোগিতা করা হবে।
পিবিএ /এফ এম সুমন/বাখ