পিবিএ,পাবনা: পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসনের আয়োজনে, প্রশাসক সম্মেলন কক্ষে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম, সাবেক সংসদ সদস্য এ্যাড: গোলাম হাসনায়েন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান,পাবনা জজকোর্টের পিপি এ্যাড: আক্তারুজ্জামান মুক্তা প্রমুখ।
বক্তব্যকালে জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, মাদক, জঙ্গীবাদ নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্থরের মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলে অপরাধীরা পার পাবে না। এ সময় জেলার সকল উপজেলার চেয়ারম্যান, মেয়র,নির্বাহী কর্মকর্তা,সাংবাদিক প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি, আইনজীবি সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিবিএ/এমআর/বিএইচ