নানা আয়োজনে মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জ জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর, প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহঃ সকাল নয়টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ ফারুক খান মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রহমান । উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যন তাপশি রানী দূর্গা, সাংবাদিক কাজী ওয়াহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে পরিবার কল্যানে শ্রেষ্ঠাত্ব অর্জনকারী ৬জন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র জলিরপাড়, বেসরকারী সংস্থা সূর্যের হাসি ক্লিনিক কে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বিশ্বজনসংখ্যা দিবসে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারি, সংশ্লিস্ট জিও এনজিও, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য জনগণের ক্ষমতায়ন জরুরি। সরকার দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও অন্যান্য সেবা কেন্দ্রের মাধ্যমে কিশোরী, শিশু ও নারী স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছে। তাছাড়া মুকসুদপুর দিবসটি পালনের লক্ষ্যে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে বিস্তারিত নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন। উল্লেখ্য, ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়।

পিবিএ/এইচএ/বিএইচ

আরও পড়ুন...