ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

রফিকুল ইসলাম,পিবিএ,ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির (জুলাই’২০১৯) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ।

সভায় কার্যবিবরণী দৃঢ়করণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধ, বাল্য বিবাহ, ইভটিজিং, সরকারি খাল ও নদী দখলমুক্তকরণ, গ্রাম আদালতে মামলা দায়ের ও নিস্পত্তি, ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভার কার্যক্রম, সড়ক ও মহাসড়ক ব্যবহারে অটোরিক্সা মালিক ও চালকদের বিধি/নিষেধসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান ও আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা এসএম হাবিবুর রহমান, ভাইস্ চেয়ারম্যান ও উপদেষ্টা মাওলানা ইসাহাক মোল্লা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিখিল অধিকারী, মৎস্য কর্মকর্তা বাবলা চক্রবর্তী, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ’র ফরিদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর মেইল সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু, সাহাদাত হোসেন, মাহমুদুল হাসান প্রমূখ।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ অটোবাইক মালিক ও চালকগণ উপস্থিত ছিলেন।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...