পিবিএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পাঠানটুলী এলাকায় নিজ চেম্বার থেকে ডা. মনির হোসেন নামে এক চিকিৎসকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২টার দিকে পাঠানটুলি ওয়ার্ডের নজির ভাণ্ডার মাজার গলির নিজ চেম্বার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত মনির হোসেন একজন পল্লী চিকিৎসক বলে জানা গেছে। তার বাড়ী ঢাকার গাজিপুর এলাকায়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ কুমার দাস এ ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই চেম্বার থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে চেম্বারে খাটের ওপর ডা.মনির হোসেনের গলিত লাশ পাওয়া যায়। খাটের মধ্যে মশারি টাঙ্গানো ছিল। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই ঘুমের মধ্যে তিনি মারা গেছেন। লাশ আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
পিবিএ/জীবন মুছা/বাখ