আওয়ামী লীগ জনগণের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন: সেলিমা রহমান

পিবিএ,ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আপনাদের মুখে বড় কথা মানায় না। খালেদা জিয়াকে আমরা ঠিকই মুক্ত করে আনবো।

তিনি বলেন, আপনারা নির্বাচন করেন নাই। যদি আপনাদের সাহস থাকতো তাহলে আপনারা ২৯ ডিসেম্বর মধ্যরাতে নির্বাচন করতেন না। আপনাদের জনগণের উপর আস্থা থাকলে ৩০ ডিসেম্বর নির্বাচন করতেন। সেটা করবেন না কারণ আপনারা জানেন জনগণের কাছ থেকে আপনারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত সংগঠনটির ২০১৯ সালের কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সাহস থাকলে বিএনপি তাদের নেত্রীকে আন্দোলন করে বের করে আনুক’। কদেরের ওই বক্তব্যের সমালোচনা করেন সেলিমা রহমান।

ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি আরও বলেন,‌‌ ‘আপনারা আজ অনেক কথা বলছেন। অথচ বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন আপনারা। সে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। দুই বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত এর হাত থেকে নিস্তার পাচ্ছেন না। আজকে শিশুরা পর্যন্ত নিরাপদ নয়, স্কুলের বাচ্চারা মাঠে খেলতে গেলে সেই বাবা মা জানে না তার মেয়ে আর ঘরে ফিরে আসবে কিনা। কেন এটা হচ্ছে কারণ এখন দেশে কোনো বিচার নাই, কোনো বিচার ব্যবস্থা নাই আজকে সম্পূর্ণ বিচার ব্যবস্থা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আইন মন্ত্রণালয়ের কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। কোনো জাজ আজকে নিরপেক্ষভাবে রায় দিতে পারছেন না।

সম্প্রতি পাবনার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পাবনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে এটি সম্পূর্ণভাবে হাস্যকর। ২৫ বছর আগের ঘটনা যে ঘটনায় কেউ আহত হয়নি কারো গায়ে একটু আছর পর্যন্ত লাগেনি অথচ সেখানে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় সরকার মেরে ফেলার ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি’র এই নীতি নির্ধারক বলেন, ‘তিনি অসুস্থ, সেই অসুস্থ অবস্থায় তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। কারণ তারা বেগম জিয়াকে ভয় পায়, তারা জানে যদি বেগম জিয়া বাইরে থাকেন সমগ্র দেশের জনগণ তাদের উপর ঝাঁপিয়ে পড়বে মানুষের ঢল নামবে বাংলাদেশে।

তিনি বলেন, ‘সরকার ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়েছে সেজন্য আমরা আজকে সমগ্র বাংলাদেশ দেখতে পাই এক ভয়ঙ্কর চিত্র। ২০ থেকে ২৫ বছরের ছেলেরা আজকে বিভিন্ন অপরাধে যুক্ত হয়ে পড়েছে। আজকে বরগুনায় ০০৭ নামে সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে, এদেরকে তৈরি করেছে কারা? এদের পেছনে রয়েছে বড় বড় রাজনৈতিক শক্তি ধর ব্যক্তিরা।

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মো: মিলনের সভাপতিত্বে কাউন্সিলের লেবার পার্টির চেয়ারম্যান ডা মোস্তাফিজুর রহমান ইরান, শিক্ষক নেতা জাকির হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...